নতুন প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ১৬ মে।।করুনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ১১জন। এর মধ্যে একজন উপজাতি মেয়েও রয়েছে। তার বাড়ি তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর মহারানীপুর এলাকায় বলে জানা যায়। গত ১৪ তারিখ সে গৌহাটি থেকে বাড়িতে আসে। নমুনা সংগ্রহের পর পরীক্ষায় দেখা যায় তার দেহে কোভিড-১৯ পজেটিভ। আজ তথা শনিবার প্রশাসনের উদ্যোগে উত্তর মহারানীপুর তার নিজ বাড়ি থেকে তাকে আগরতলায় নিয়ে যাওয়া হয় । যদিও তার বাড়ির সদস্যদের কোয়ারেন্টের মধ্যে রাখা হয়েছে। এদিকে ধলাই জেলার কচুছড়ার কবিরাজটিলার এক যুবক করোনা আক্রান্ত। সে অসমের তেজপুর থেকে রাজ্যে ফিরেছে। সেখানে একটি বেসরকারি সংস্থায় সে কাজ করত। তাকেও আগরতলায় নিয়ে আসা হয়েছে।
প্রসঙ্গত, কোভিড-১৯ এ সংক্রমণের ধারাবাহিকতা বজায় রইলো রাজ্যে। আরও ১১ জনের শরীরে এই রোগের সংক্রমণ পাওয়া গেল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক গণমাধ্যমে জানিয়েছেন ৬২৫ টি নমুনা পরীক্ষা করে এই ১১ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ৭ জন ৮৬ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের যুবক। বাকি চার জনের মধ্যে ২ জন অন্য রাজ্যের ড্রাইভার। আর দুইজন রাজ্যবাসী। এর আগে রাজ্যে কোভিড-১৯ এ সংক্রমণের সংখ্যা ছিল ১৫৬ জন। নতুনদের মিলিয়ে রাজ্যে মোট সংক্রমিত ১৬৭ জন। এদের মধ্যে ৪২ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। বর্তমানে মোট চিকিৎসাধীন ১২৫ জন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।