অসচেতন মানুষের বিরুদ্ধে ‘অপারেশন মাস্ক’,জরমানা করছে প্রশাসন

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনের এই নির্দেশ বেশিরভাগ মানুষ মান্য করলেও একাংশের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনিহা পরিলক্ষিত হচ্ছে। এটি ভয়ঙ্কর প্রবণতা হিসাবে পরিগণিত হচ্ছে। মাক্স ব্যবহার না করলে যেকোনো সময় রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকার মাস্ক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।রাজ্য সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে আইনি ব্যবস্থা এনেছে। মাস্ক ব্যবহার না করলে প্রথমবার ১০০টাকা এবং দ্বিতীয়বার ২০০ টাকা জরিমানা তৎসঙ্গে জেল এ পাঠানোর সংস্থান রাখা হয়েছে। সরকার এবং প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও একাংশের মানুষ জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করছেন না। প্রশাসন যারা মাস্ক ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। শনিবার রাজধানী আগরতলা শহরের প্রগতি রোড এবং লেক চৌমুহনী বাজারে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালান। অভিযান চালানোর সময় অনেককেই মাস্ক ব্যবহার করতে না দেখে জরিমানা করা হয়। অনেকের কাছে মাস্ক থাকলেও তা ব্যবহার করছেন না। সংশ্লিষ্টদেরকে প্রশাসনের তরফ থেকে আর্থিক জরিমানা করা হয়। অভিযানে অংশগ্রহণকারী এক আধিকারিক জানান মাস্ক ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও তেমন সচেতনতা তৈরি হয়নি। সে কারণেই তারা অভিযানের সামিল হয়েছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। নিজে সুস্থ থাকতে এবং অপরকে সুস্থ রাখার তাগিদেই প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে প্রশাসনের তরফ থেকে পুনরায় আহ্বান জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?