স্কুল পড়ুয়া সবাইকে উত্তীর্ণ করে দেওয়া এটা রাজনীতি নয় : শিক্ষামন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। সবাইকে উত্তীর্ণ করে দেওয়া এটা রাজনীতি নয়। ভোটের রাজনীতি করে না বিজেপি। বহু সমালোচনা হয়েছে। কিন্তু তার জবাব দিয়েছে শিক্ষক-শিক্ষিকারা। এক বছরে নতুন দিশা প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের বেইসকে মজবুত করা গেছে।৫ শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেনি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যারা পরীক্ষায় বসেছিল তার মধ্যে ৯৮ শতাংশ উত্তীর্ণ হয়েছে। সারা ভারতবর্ষে এই ফলাফল হয়নি। সারা রাজ্যের সমস্ত স্কুলের জন্য কেন্দ্রীয় প্রশ্নপত্র করা হয়েছিল। ৮৯ শতাংশ উত্তীর্ণ হয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষায়। এটাই বাস্তবতা। ৫ শতাংশ যারা পরীক্ষায় বসেনি তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আবারো পরীক্ষায় বসানোর পরিকল্পনা নিয়েছে দপ্তর। তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। বেইসের মধ্যে যে গলদ ছিল তা দূর করতে নতুন দিশা প্রকল্প নেয় শিক্ষা দপ্তর। আগামী দিনের প্রজন্মকে সঠিক দিশায় নিয়ে যেতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। নবম এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে যারা অনুত্তীর্ণ হবে তাদেরকে দুই মাসের মধ্যে বছর বাঁচাও প্রকল্পের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দিয়ে পাস করানোর সুযোগ দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?