নতুন প্রতিনিধি, আমবাসা, ১৬ মে।। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তিন সদস্যের তদন্তকারী দল শনিবার আমবাসাস্থিত ৮৬ ব্যাটেলিয়ন বি এস এফের ক্যাম্প পরিদর্শন করলেন। কথা বললেন আধিকারিক, জওয়ানদের সঙ্গে। তিন সদস্যের কেন্দ্রীয় তদন্তকারী দলে ছিলেন, নেইগ্রিমস শিলঙের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জি এস মেধি, মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ ভূপেন বর্মণ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর ডাঃ এস ডি মজুমদার। এই দলটি বি এস এফ জওয়ান ও আধিকারিকদের মধ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণ অনুসন্ধানে রাজ্যে এসেছেন। এদিন ৮৬ বটেলিয়নের ক্যাম্পে তারা দীর্ঘ সময় আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন। পরে দলটি আগরতলা ফিরে যায়।এদিকে নিজেদের সফর সম্পর্কে দলটি কিছু না জানালেও সফরে এই সংক্রান্ত অনেক বিষয় বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।