নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা তৈরি করতে পথে নামল যুব সংগঠন ডিওয়াইএফআই। সংগঠনের শহর দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে শনিবার কারগিল চৌমুহনী বাজারে এক সচেতনতামূলক প্রচার সংগঠিত করা হয়। ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের মধ্যে মাস্ক স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। সচেতনতামূলক এই অভিযানে নেতৃত্ব দেন প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী। বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। সচেতনতামূলক প্রচার অভিযানের সামিল হয়ে প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী বলেন করোনা ভাইরাস সংক্রমিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণার ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন গরিব মেহনতী অংশের মানুষ। সরকার যেসব কর্মসূচি ঘোষণা করেছে তাতে গরীব মেহনতী মানুষের তেমন কোনো উপকার হচ্ছেনা বলে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন। এইসব অংশের মানুষের জন্য আরও প্রকল্প ঘোষণা করার জন্য তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বাম যুব সংগঠন সাধ্যমতো জনগণের মধ্যে মাস্ক স্যানিটাইজার সহ খাদ্য সামগ্রী প্রদান করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় তাঁর প্রতি তিনি অবশ্য সহমত পোষণ করেন। প্রত্যেক জনগণকে লকডাউন এর নিয়ম কানুন মেনে চলার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।