নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। শনিবার রাজ্যে নতুন করে ১১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মোট ৬২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর ১১ জনের রিপোর্ট পজেটিভ আসে। নতুন করে করোনা আক্রান্ত ১১ জনের মধ্যে ৭ জন বিএসএফ ৮৬ নং বাহিনীর সাথে যুক্ত। ২ জন বহিঃরাজ্যের ট্রাকচালক ও দুজন গোহাটি থেকে রাজ্যে ফিরে আসা নাগরিক। গোহাটি থেকে যে দুজন রাজ্যে ফিরে এসেছে তাদের মধ্যে একজনের বাড়ি কমলপুর মহাকুমায় এবং অপরজনের বাড়ি তেলিয়ামুড়া মহাকুমায়। তারা হোম কোয়ারান্টাইনে ছিল। এ দিন তাদের রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথে তাদেরকে নিয়ে আসা হয় রাজধানীর ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে। একই সাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা বহিঃরাজ্যের দুই ট্রাক চালক ও বি এস এফ ৮৬ নং বাহিনীর সাথে যুক্ত সাতজনকে নিয়ে আসা হয় কোভিড কেয়ার সেন্টারে। তার আগে ভগৎ সিং যুব আবাসে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যে এম্বুলেন্স গুলিতে করে করোনা আক্রান্তদের নিয়ে আসা হয়েছে, সেই এম্বুলেন্স গুলি জীবাণুমুক্ত করা হয়। এম্বুলেন্স গুলিতে স্প্রে করা হয় জীবানু নাশক ওষুধ।