নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। লকডাউন এর মধ্যে রাজধানী আগরতলা শহর শহরতলি সহ রাজ্যের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাতে জনমনে আতঙ্ক বাড়ছে। রাজধানী আগরতলা পূর্ব থানাধীন ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকার শুভেন্দু চক্রবর্তীর বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে। পরিবারের কর্তা শুভেন্দু চক্রবর্তী জানান তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সবাই শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে সোনা গয়না নগদ টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে তারা লক্ষ্য করেন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা প্রতিবেশীদের জানান এবং পূর্ব আগরতলা থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ছুটে আসে। ঘটনার তদন্ত করেছে পুলিশ। কিন্তু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার কিংবা চোরদের টিকির নাগাল পায়নি পুলিশ। ঘনবসতি এলাকায় এভাবে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়। রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকার জনগণ দাবি জানিয়েছেন। উল্লেখ্য লকডাউন ঘোষণার পর থেকে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।