নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ত্রিপুরায় কর্মরত বিহারের পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ আগামী ১৭ মে জিরানিয়া রেল স্টেশন থেকে বিহারের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে৷ তাতে প্রায় ১,৬০০ পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে ফেরত পাঠানো হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, ওই পরিযায়ী শ্রমিকরা সকলেই ইটভাট্টায় কর্মরত ছিলেন৷ এখন তাঁরা বাড়ি ফিরে যাবেন৷ তিনি বলেন, বিহারের কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে তা এখনও সিদ্ধান্ত হয়নি৷ কারণ, পয়েন্ট টু পয়েন্ট সফরে যে স্থানে যাত্রী বেশি হবে সেখানেই ট্রেন দাঁড়াবে৷ তিনি জানান, ত্রিপুরায় ২৫ হাজারের উপর পরিযায়ী শ্রমিক রয়েছেন৷ তাই এখন পর্যন্ত তাঁদের বাড়ি ফেরত পাঠাতে তিনটি ট্রেনের ব্যবস্থা হয়েছে৷ মন্ত্রীর কথায়, আগামী ১৯ মে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া থেকে আরেকটি ট্রেন আরও প্রায় ১,৬০০ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিহার রওয়ানা দেবে৷ সাথে তিনি যোগ করেন, আগামী ২০ মে আরেকটি ট্রেন প্রায় ১,৫০০ যাত্রী নিয়ে উত্তর প্রদেশ-র উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ ওই সফরের তালিকা তৈরি হচ্ছে৷ তাঁরা সকলেই ত্রিপুরায় ইটভাট্টায় কর্মরত৷