নতুন প্রতিনিধি, উদয়পুর, ১৫ মে।। নিজে বিবাহিত হয়েও অপর এক বিবাহিতা মহিলার সাথে ফস্টিনস্টি করতে গিয়ে ধরা পরল এক পুলিশ কনস্টেবল। ওই পুলিশ কনস্টেবলের নাম চিরঞ্জিত সরকার। রাধাকিশোর পুর থানায় কর্মরত।সে নিজে বিবাহিত এবং সন্তান রয়েছে বলে জানা গেছে। এদিকে এলাকা সূত্রে জানা গেছে, এই পুলিশ কনস্টেবল দীর্ঘদিন ধরেই উদয়পুর গীরিধারি পল্লী এলাকায় এক মহিলার ঘরে যাতায়াত করছিল রাতের আধারে। এলাকার অন্যান্য লোকজন এ ঘটনা দীর্ঘদিন আগে আঁচ করতে পেরেছিল। কিন্তু প্রমাণের অভাবে তাদের আটক করতে পারা যাচ্ছিল না। আজ সন্ধ্যা নটা নাগাদ পুলিশ কনস্টেবল চিরঞ্জিত সরকারকে পুলিশি পোশাকে ওই মহিলার ঘরে অবৈধ কার্যকলাপের সময় অসংলগ্ন অবস্থায় ধরে ফেলে এলাকার মহিলারা। হাতেনাতে ধরতে পেরে সঙ্গে সঙ্গে পিটিয়ে পিঠে কাঁঠাল পাকিয়ে দেয়। সঙ্গে জুতাপেটা তো আছেই। অন্যদিকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাঁড়িয়ে থাকা কিছু উৎসাহী যুবক সেই জুতো মারার ভিডিও ক্যামেরাও বন্দী করেছেন। ছিড়ে ফেলা হয় পরনে থাকা খাকি পোশাকটিও। মারতে মারতে তাকে উদয়পুর বাজারের দিকে নিয়ে যাওয়া হয়। স্থানীয় কয়েকজন লোক এর মাঝেই থানায় খবর পাঠিয়ে দেয়। সিকি মাইল দূরে থাকা রাধা কিশোর পুর থানা থেকে পুলিশ এসে তাদের সহকর্মীকে উত্তেজিত মহিলাদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কোনো মামলা নথিভূক্ত করেনি বলে জানা গেছে। তবে ঘটনার জেরে রাজ্যের আরক্ষা দপ্তরের যে এক প্রকার একপ্রকার মুখ পুড়লো তা আর বলার অপেক্ষা রাখে না।