নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আগরতলাতেও সিটু অফিসের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে সি আই টি ইউ। বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সি আই টি ইউ নেতা মানিক দে, তপন চক্রবর্তী প্রমুখ। আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন কেন্দ্রীয় সরকার ভ্রান্ত নীতি নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে। বর্তমান কেন্দ্রীয় সরকারকে বুর্জোয়া ও পুঁজিবাদীদের সরকার হিসাবেও তিনি আখ্যায়িত করেন। দিনমজুর শ্রমিক অংশের মানুষের জন্য সরকার কোন প্রকল্প গ্রহণ করছে না। কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প ঘোষণা করেছে সেগুলো গরিব অংশের মানুষের স্বার্থরক্ষার বদলে বুর্জোয়া ও পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করে চলেছে বলে তিনি উল্লেখ করেন। শ্রমিকদের দিয়ে ৮ ঘণ্টার বদলে ১২ ঘন্টা কাজ করানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এ ধরনের মানসিকতাকে শ্রমিক স্বার্থবিরোধী বলেও আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার। শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে কোন ভাবে ১২ ঘন্টা কাজ করানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আট ঘণ্টার পরিবর্তে অধিক সময় কাজ করাতে হলে শ্রমিকদের অতিরিক্ত সময়ের জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। অতিরিক্ত মজুরি দিলেও অতিরিক্ত সময় কাজ করতে ইচ্ছা প্রকাশ না করলে শ্রমিকদের ওপর কাজ চাপিয়ে দেওয়া যাবে না বলে মনে করে সি আই টি ইউ। শ্রমিক মেহনতী মানুষের স্বার্থে আন্দোলন জারি রাখবে বলেও সিটু নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন।