নতুন প্রতিনিধি, বিশালগড়, ১৪ মে৷৷ বিশালগড় বাজার সংলগ্ণ বাইদ্যাদীঘি এলাকায় একটি দোকানের সামনে থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো অগ্ণিনির্বাপক কর্মীরা মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৫৫৷ তারই নাম ধাম কিছুই জানতে পারেনি অগ্ণিনির্বাপক দপ্তর কর্মীরা এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ অগ্ণিনির্বাপক কর্মীরা মৃতদেহটি প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক অনুশোয়া দত্ত চৌধুরী জানান অনেকক্ষন আগেই মারা গেছে৷পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় জানতে চেষ্টা করছে৷