নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ কর্ণাটক থেকে ত্রিপুরার নাগরিকদের নিয়ে আসা ট্রেনে আসামের এক নাগরিককে চিহ্ণিত করা হয়েছে৷ তিনি ওই ট্রেনে কিভাবে উঠলেন তা নিয়ে রাজ্য প্রশাসন চিন্তায় পড়েছে৷ তাকে সিপার্ডে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে৷ তিনি গুয়াহাটির বাসিন্দা বলে তার দেওয়া তথ্যে পরিচয় মিলেছে৷ তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ কিন্তু, পয়েন্ট টু পয়েন্ট ট্রেন সফরে ওই ব্যক্তি ত্রিপুরার ট্রেনে কিভাবে উঠলেন সেই রহস্যের উন্মোচনে লেগেছে প্রশাসনের কর্তারা৷