নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ তের দিন পর রাজ্যে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি৷ আজ ৬৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাদের মধ্যে কেউই করোনা সংক্রমিত নন৷ তাদের মধ্যে কর্ণাটক থেকে রাজ্যে ফিরে আসা ২৫১ জন ট্রেনযাত্রীও রয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহিঃরাজ্য থেকে আগতদের বাড়িতে একান্তবাসে থেকে সমস্ত নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন৷ অন্যথায় ছয়মাসের কারাদন্ড হতে পারে, সেই বিষয়ে সতর্ক করেছেন৷ গত ২ মে থেকে লাগাতর রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান মিলছিল৷ বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৷ তাদের মধ্যে শুধু বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্য ১৫২ জন৷ তবে, বিএসএফের আক্রান্ত জওয়ানরা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন৷ আজ নতুন করে ১৩ জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ সবমিলিয়ে ২৯ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন৷ তাদের খোয়াই জেলার চারঘরিয়া বিওপিতে ৫০ শয্যার বিশেষ প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে রাখার হয়েছে৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট বার্তায় বলেন, রাজ্যের জন্য সুখবর এসেছে৷ ৬৮০টি নমুনা পরীক্ষায় সকলের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের মধ্যে কর্ণাটক ফেরত ২৫১ জন ট্রেনযাত্রী রয়েছেন৷ তিনি কর্ণাটক ফেরত সকলকে বাড়িতে একান্তবাসে থেকে সমস্ত স্বাস্থ্যবিধি ও সরকারী নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন৷ অন্যথায় ছয়মাসের কারাদন্ড হতে পারে বলে সতর্ক করেছেন৷ পাশাপাশি তিনি রাজ্যের সমস্ত নাগরিককেও সতর্ক সজাগ থাকার অনুরোধ করেছেন৷ তাঁর দাবি, একসাথে আমরা অতিমারীর বিরুদ্ধে লড়াই করব৷