১০৩২৩ এর দুজন আটক পুলিশ হেডকোয়ার্টারের সামনে ঘুরাঘুরি করায়

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷। মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে সামিল হয় চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক- শিক্ষিকারা৷ আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠন ও ১০,৩২৩ এডহক পে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই ঘেরাও কর্মসূচী পালন করা হয়৷ তবে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচী চলাকালিন একাংশ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা পুলিশের সাথে বাক যুদ্ধ ও ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে পরে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশকয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়৷ সেই বিষয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে কথা বলার জন্য এই দুই সংগঠনের চাকুরিচ্যুত কতিপয় শিক্ষক বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সন্মুখে সকাল থেকে জড়ো হতে থাকে৷ তবে তাদের কাছে আগাম কোন অনুমতি ছিল না৷ এই শিক্ষকরা রাজ্য পুলিশের সদর দপ্তরের সন্মুখে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল৷ বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে৷ সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসতেই সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করা শিক্ষকরা গা ঢাকা দেয়৷ তবে পুলিশ দুই শিক্ষককে আটক করতে সক্ষম হয়৷ সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক অনির্বাণ দাস জানান সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করার জন্য দুই শিক্ষককে আটক করা হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?