নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার জন্য ২৪ জন ডাক্তার এবং ২৪ জন নার্স, নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডাক্তাররা ৭ দিন কোভিড-১৯ রোগীর চিকিৎসা করবেন। এরপর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। ৭ দিন ছুটি। এভাবে মাসে ২৮ দিনে ডাক্তারদের সান্মানিক দেওয়া হবে ৫০ হাজার টাকা। অন্য সময়ে হাসপাতলে ঐ ডাক্তাররা ডিউটি করলে প্রতিদিন তাদের দুই হাজার টাকা করে দেয়া হবে। একই রকমভাবে নার্সরাও মাসে ২০,০০০ টাকা এবং অন্য সময়ে ডিউটি করলে দিনপ্রতি ৫০০ টাকা করে পাবেন। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিষয়ে বলেন, আমার দৃঢ় বিশ্বাস, নতুন ডাক্তার ও নার্সরাও, বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।