নতুন প্রতিনিধি, সোনামুড়া, ১৩ মে৷৷ সিপাহিজলা জেলার ভারত বাংলা সীমান্তের অপরাধ দমনে কঠোর হচ্ছে রাজ্য সরকার । আগামী জুন মাসের মধ্যে সীমান্তের কাঁতাতারের বেড়ার কাজ শেষ করার জন্য চুড়ান্ত সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে।বুধবার জেলার সব কয়টি থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারীকদের নিয়ে সীমান্তের অপরাধ দমনের বিষয়ে সোনামুড়া রেভেনিউ ডাক বাংলোতে গুরুত্বপুর্ণ একটি বৈঠক করে জেলা পুলিশ প্রশাসন ও বি এস এফ। সীমান্তের কোন কোন এলাকায় কাঁটাতারের বেড়া বাকি রয়েছে, কোথায় ডাবল লাইনে কাঁটাতারের বেড়া হবে, কোথায় সিঙ্গেল লাইন বেড়া হবে এই বিষয়গুলো খতিয়ে দেখতে আজ সীমান্ত এলাকা সফর করেন জেলা প্রশাসক সি কে জমাতিয়া। সঙ্গে ছিলেন বি এস এফের ১৪৫ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট গনেশ কুমার, ৭৪ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট কমল কুমার, সিপাহীজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী ও সোনামুড়ার মহকুমা শাসক সুব্রত মজুমদার প্রমুখ।