নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ১৪ মে।। প্রসাশনিক উদাসিনতায় জীবিকা নির্বাহে বাধ্য হয়ে রেশন কার্ড বন্ধক দিলেন কয়েকটি গরিব পরিবার। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত অশ্বীনি ত্রিপুরা পাড়ার কয়েকজন বাসিন্দা পেটের তাগিদে রেশন কার্ড বন্ধক দিয়েছেন। করোনা-র প্রকোপ থেকে সকলকে রক্ষার জন্য দেশজুড়ে লকডাউন চলছে। কিন্তু, লকডাউন-এ গরীব অংশের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অভাবের তাড়নায় রেশনকার্ড বন্ধক দিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করছেন অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দা রামকুমার ত্রিপুরা, বিদ্যা মোহন ত্রিপুরা, কাঁচাধন ত্রিপুরা, মনোরঞ্জন ত্রিপুরা ও ব্রজ মোহন ত্রিপুরা। তাঁরা সকলেই অভাবে তারনায় রেশন কার্ড বন্ধক দিয়েছেন। রেশন কার্ড-র বিনিময়ে রামকুমার ত্রিপুরা ৮,০০০ টাকা, বিদ্যামোহন ত্রিপুরা ১৫,০০০ টাকা, কাঁচাধন ত্রিপুরা ১৫, ০০০ টাকা, মনোরঞ্জন ত্রিপুরা ২০, ০০০ টাকা ও ব্রজমোহন ত্রিপুরা ১৫, ০০০ টাকা পেয়েছেন। তাঁদের অভিযোগ, লকডাউন চলাকালিন সময়ে প্রসাশনিক ভাবে কোনো প্রকার সহায়তা করা হয়নি। বাধ্য হয়েই পরিবার প্রতিপালনে রেশন কার্ড বন্ধক দিয়েদেন। এ-বিষয়ে জনৈক মহিলা বলেন, রেশনে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী তুলে দিয়েছেন। ওই রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। অভিযোগ, এ-বিষয়ে সাহায্য করছেন রেশন ডিলার অভিজিৎ সেন। কিন্তু, ওই অভিযোগ অস্বীকার করার বদলে তিনি সংবাদমাধ্যম-কে এড়িয়ে যান।