নতুন প্রতিনিধি, আমবাসা, ১৪ মে।। বৃহস্পতিবার সাত সকালে আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখালেন ডলুবাড়ির নারায়ণ ব্রিকস ইন্ডাস্ট্রির শ্রমিকরা। এই সব শ্রমিকরা বহিরাজ্যের। তবে তাদের অভিযোগ, লকডাউনের পর থেকে তাদের কাজ পুরোপুরি ভাবে থেমে গেছে। খাবারের ভীষণ অভাব রয়েছে তাদের। শরীর খারাপ হলে ও তাদের দেখার মতো কেউ নেই। বাড়ি ও তারা ফিরতে পারছেন না। এই সব অভিযোগ নিয়ে এদিন তারা মহকুমা শাসকের দ্বারস্থ হলে ও মহকুমা শাসককে পায় নি তারা। এই নিয়ে আরো বেশি বিক্ষোভ দেখায় শ্রমিকরা। খবর পেয়ে সেখানে ছুটে যায় আমবাসা থানার ও সি হিমাদ্রি সরকার। তিনি গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের বোঝাবার চেষ্টা করেন, খুব শীঘ্রই তাদের এই সমস্যার সমাধান হবে। ব্রিকস ইন্ডাস্ট্রির মালিকের সঙ্গে ও এই বিষয়ে ওসি কথা বলবেন বলে আস্বস্ত করবেন বলে জানানোর পর শ্রমিকরা ফিরে যান।