নতুন প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ বুধবার রাজ্যে ১জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ ৬৫২টি নমুনা পরীক্ষায় বিএসএফ ৮৬ ব্যাটেলিয়ানের এক আধিকারিকের কোভিড-১৯ রিপোার্ট পজেটিভ এসেছে৷ ওই নমুনাগুলিতে বিএসএফ আধিকারিকদের পাশাপাশি সাধারণ জনগণেরও নমুনা পরীক্ষা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে এক ট্যুইট বার্তায় এই সংবাদ জানিয়ে সকলকে সুরক্ষিত থাকতে পরামর্শ দিয়েছেন৷ গত ২রা মে থেকে রাজ্যে হঠাৎ করোনা সংক্রমনের গ্রাফ উর্ধমুখী হচ্ছিল৷ কিন্তু, গত তিনদিন ধরে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে৷ গত পরশু দুইজন এবং গতকাল একজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর আজকেও মাত্র একজনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন, রাজ্যে করোনা সংক্রমনের সর্বোচ্চ পরীক্ষা হচ্ছে৷ রাজ্যবাসীর সুরক্ষিত জীবন সুনিশ্চিত করার জন্যই প্রচুর পরিমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত ১৫৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে দুজন রাজ্যের বাইরে রয়েছেন৷ এছাড়া ১৬জন সুস্থ হয়েছেন৷