নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ মে।। শ্রমিক স্পেশাল ট্রেন এবং স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ছাড়া সব ট্রেনের বুকিং ৩০ জুন পর্যন্ত বাতিল করার কথা ঘোষণা করেল ভারতীয় রেল। বৃহস্পতিবার সকালে রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, মেইল/এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন। যে সব যাত্রীরা এই সব ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে রেল দফতর। শ্রমিক স্পেশাল ট্রেন এবং স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে। দিল্লি এবং দেশের ১৫টি বড় স্টেশনের মধ্যে চলাচল করবে এই স্পেশাল ট্রেনগুলি। সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, গত মাসে রেল দফতর লকডাউনে আগে কাটা ৯৪ লক্ষ টিকিটের মূল্য হিসেবে মোট ১৪৯০ কোটি টাকা ফেরত দিয়েছে।২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক করা টিকিটের মূল্য হিসেবে ৮৩০ কোটি আরও এক দফায় ফেরত দিয়েছে রেল। গত ২২ মার্চ থেকে অতি-প্রয়োজনীয় ছাড়া সব রকম ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রবিবারই রেল জানায় এবার দফায় দফায় প্যাসেঞ্জার ট্রেন চালানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।