পরিযায়ী শ্রমিকদের নিয়ে আগরতলা থেকে ট্রেন রওয়ানা দেবে ১৭ ও ১৯ মে

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাতে দুইটি বিশেষ ট্রেন-র বন্দোবস্ত করেছে ত্রিপুরা সরকার। আগামী ১৭ ও ১৯ মে ত্রিপুরা থেকে পরিযায়ী শ্রমিক-দের নিয়ে ট্রেন রওয়ানা দেবে। এ-বিষয়ে আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে ২৫০৪০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাঁরা বিভিন্ন ইট ভাট্টায় কর্মরত রয়েছেন। এছাড়াও, রাজস্থান-র ১৪২ জন শ্রমিক ইতিমধ্যে ত্রিপুরা থেকে রওয়ানা দিয়েছেন। সাথে তিনি যোগ করেন, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিসগড়, ঝাড়খন্ড-র প্রায় ৯৬৬ জন অন্য শ্রমিক রয়েছেন। তাঁদের সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। তাঁর কথায়, লকডাউন-এ প্রচুর পরিযায়ী শ্রমিক ত্রিপুরায় আটকে রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই বাড়ি ফিরতে চাইছেন। তাই, তাঁদের জন্য ট্রেন-র ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, একত্রে সকল-কে বাড়ি পাঠানো সম্ভব নয়। আপাতত, দুইটি ট্রেন-র ব্যবস্থা করা হয়েছে। তাঁর বক্তব্য, ত্রিপুরায় ইট ভাট্টাগুলি-তে প্রচুর পরিযায়ী শ্রমিক কর্মরত রয়েছেন। এমন ২৫০৪০ জনের তালিকা তৈরি হয়েছে। তাঁদের বাড়ি পাঠানো হবে। শিক্ষামন্ত্রীর দাবি, আগামী ১৭ মে দুপুর ৩টায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন ত্রিপুরা থেকে রওয়ানা দেবে। আরেকটি ট্রেন ১৯ মে ত্রিপুরা ছাড়বে। আপাতত, ওই দুইটি ট্রেন পরিযায়ী শ্রমিক-দের ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?