নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷লক ডাউনের কারণে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কাজকর্ম বন্ধ ছিল। কিন্তু গ্রীন জোনে থাকা এলাকা গুলিতে কিছুটা শিথীলতা আসতেই পুনরায় শুরু হয়েছে কাজ কর্ম। শনিবার মাঠের কাজ শুরু হয়েছে।
এদিন এম বি বি স্টেডিয়ামে দেখা যায় মাঠে সাফাইর কাজে নিয়োজিত শ্রমিকরা নিয়ম মেনে আগাছা ও জঞ্জাল সাফাইয়ের কাজে হাত দিয়েছেন। মাঠের ঘাস ছাটা ও পিচের উপর গজিয়ে ওঠা ঘাস কাটার কাজ করছেন তারা। তবে মাঠ সাফাইয়ের জন্য যে সমস্ত কর্মী নিয়োজিত রয়েছে তারা মাঠে আসার পরেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে মাস্ক প্রদান করা হয়েছে।
হ্যান্ড সেনিটাইজ করে খাতায় স্বাক্ষর করে হাত ধুয়ে শুরু হয় কাজ। মাঠের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রেখে কাজ করছেন কর্মীরা। সমস্ত নির্দেশিকা মেনে এই কাজ চলছে বলে জানান মাঠের কর্মী অঞ্জন দাস। তিনি সকলের কাছে আহ্বান জানান সরকারী নির্দেশিকা মেনে শ্রমিকরা যেন কাজ করেন।