নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ৯ মে৷৷ শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাত সকালে আবারো রক্তাক্ত বিলোনিয়া ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের আমজাদ নগরের বাজার৷ দিনের বেলায় প্রকাশ্য বাজারে তান্ডব চালায় আমজাদনগর এলাকার বাঁশপদুয়া পঞ্চায়েতের উপপ্রধান তপন গুহ ও দশ নং বুথের সভাপতি রহিম মিয়া সহ দশ বারোজন৷ এই অভিযোগ নিজাম সহ তার পরিবারের৷
দু দুটি দোকান ভাঙ্গচুর৷ দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত দুই ৷ আহতরা বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযোগ পুলিশকে সংঘর্ষের ঘটনা খবর দেওয়ায় পরেও পুলিশ যায়নি৷ আহত বিজেপি পৃষ্ঠা প্রমুখ সহ আমজাদ নগরের বাঁশ পদুয়া পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মিলন মিয়ার ভাই নিজাম মিয়া৷
ঘটনায় মামলা পাল্টা মামলা হয় বিলোনিয়া থানাতে৷ পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷