নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷আগরতলা এম বি বি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রয়েছে বাঁদুরের ভিউ পয়েন্ট। বন দপ্তরের থেকে লাগানো সাইন বোর্ডে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এই স্থানে এলে প্রচুর পরিমাণে বাঁদুরের দেখা পাওয়া যাবে। সম্প্রীতি লক ডাউনের ফলে পরিবেশের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। বন্য জন্তু থেকে পরিবেশের অন্যান্য ক্ষেত্রেও ইতিমধ্যেই তাঁর সুফল লক্ষ্য করা গেছে।
যান বাহনের চাপ কমায়, একটানা কল কারখানা বন্ধ থাকায় এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বেশ কয়েকদিন বন্ধ থাকার ফলে পরিবেশের দূষণ কমে এই পরিবর্তন এসেছে। এদিকে কলেজটিলা বাঁদুর ভিউ পয়েন্টে বেড়েছে বাঁদুরের সংখ্যা। গাছের মধ্যে দেখা যাচ্ছে অংখ্যক বাদুড়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই এলাকায় বহু মানুষ থাকেন। সকাল বিকাল হাঁটতে বের হন অনেকেই। কিন্তু এভাবে বাঁদুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা কিছুটা চিন্তিত।
মানুষ এই পথে জাতায়েত করে এই ক্ষেত্রে বাঁদুরের উপস্থিতি কোন সমস্যা আনবে কিনা তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখার জন্য আবেদন জানান এলাকার বাসিন্দারা। বাদুড় গুলিকে সুরক্ষিত রেখে বিকল্প ব্যবস্থা করার জন্য আবেদন জানানো হয়।।