নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। ১৩ই মে সকাল সাড়ে আটটায় ভিনরাজ্যে আটকে পড়াদের নিয়ে প্রথম বিশেষ এক্সপ্রেস ট্রেন আগরতলা স্টেশনে এসে পৌঁছাবে। এই ট্রেনে আসা যাত্রীদের প্রথম কোয়ারান্টাইন করা হবে বাধারঘাট দ্বাদশ শ্রেণি স্কুলে। পরে ধাপে ধাপে অন্যত্র রাখা হবে।রবিবার দুপুরে সদর মহকুমা ও পশ্চিম জেলা প্রশাসনের তরফে আগরতলা স্টেশনে এবং বাধারঘাট বিদ্যালয় সহ অন্যত্র আনুষঙ্গিক সব বিষয় খতিয়ে দেখেছেন প্রশাসনিক আধিকারীকরা।
দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনে আটকে থাকা এই রাজ্যের ১৭০০০ বাসিন্দা ঘরে ফিরে আসার জন্য গত তিন দিনে সরকারি ওয়েব পোর্টালে নাম নথিভুক্ত করেছে। সরকার তিনদিন আগে পোর্টালটি চালু করেছিল।
সবচেয়ে বেশী আবেদন এসেছে কর্ণাটক থেকে। ৫২০০ জন। চেন্নাই ও কলকাতা থেকে আবেদন করেছে যথাক্রমে ৩৯০০ ও ৩৫০০ জন। এখন পর্যন্ত ১১ টি রাজ্য থেকে এই ১৭০০০ আবেদন জমা পড়েছে।সরকারি খরচে ট্রেনে করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে রাজ্য।
১০ মে ব্যাঙ্গালোর থেকে প্রথম ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ধাপে ধাপে কর্ণাটক থেকে আরও তিনটি ট্রেন আগরতলায় আসবে। তেমনি চেন্নাই থেকে ৩ টি ও কলকাতা থেকেও ৩টি ট্রেনে করে আটকে পড়াদের রাজ্যে নিয়ে আসা হবে। প্রতিটি ট্রেনে কমপক্ষে ১২০০ লোক আসবে। শনিবার থেকে আবেদনকারীদের মোবাইল ফোনে ই-পাস পাঠানো হয়। ট্রেনে উঠার সময় এই ই-পাস দেখাতে হবে।