নতুন অনলাইন ডেস্ক, ১০ মে।। আবারও এক ধাক্কা। ট্রেনের ধাক্কায় ১৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল আরও পাঁচ পরিযায়ী শ্রমিকের। ভয়াবহ এই দুর্ঘটনাতে আহত হয়েছে আরও ১৩ জন। ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানানো হয়েছে ।নরসিংপুরের জেলা কালেক্টর দীপক সাক্সেনা জানিয়েছেন, “মোট ১৮ জন লোক ভর করে ট্রাকে করে আম ভর্তি ছিল। নরসিংপুরের একটি গ্রামের কাছে ট্রাকটি উল্টে গেলে পাঁচ শ্রমিক নিহত ও ১৩ জন আহত হয়। শ্রমিকরা আমের বোঝাই ট্রাকে হায়দরাবাদ থেকে উত্তর প্রদেশের আগ্রায় যাচ্ছিল।” আহতদের মধ্যে দু জনের অবস্থা অত্যন্ত সঙ্কতজঙ্ক বলেই জানানো হয়েছে। আহতদের জব্বলপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এমনকি এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত বলেও উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বাকিদের করোনা পরীক্ষা করা হবে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।