নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে এখনও সাধারণ নাগরিকের মধ্যে করোনা-র সংক্রমণ ছড়ায়নি৷ আজ নতুন করে ১৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁরা সকলেই বিএসএফ ৮৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ান৷ সবমিলিয়ে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২৷ কারণ করোনা আক্রান্ত দুজন বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার রাতে টুইট করে এই খবর দিয়েছেন৷
প্রসঙ্গত, গত আট দিনে এ-নিয়ে ১৩৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে ত্রিপুরায়৷ গত শনিবার প্রথম বিএসএফ-এর দুই জওয়ান করোনা আক্রান্তের রিপোর্ট এসেছিল৷ এর পর থেকে সাত দিনে ১৩১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ অবশ্য গতকাল তাদের একজন ট্রাকচালক আক্রান্তের তালিকায় রয়েছেন৷ তিনি বর্তমানে অসমের করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে রয়েছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় আরও ১৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তাঁরা সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফ ৮৬ ব্যাটালিয়নের জওয়ান৷ তাঁর কথায়, এখনও কোনও সাধারণ মানুষ করোনা-য় আক্রান্ত হননি৷ তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে ১৩২ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন৷ এছাড়া, দুজন বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন এবং দুজনেই সুস্থ হয়েছেন৷
এদিকে, আজ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, নমুনা সংগৃহীত হয়েছে ৮,৮০৯ জনের৷ এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,৩৪০ জনের৷ আজ ধলাই জেলায় ২৭৬ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং নিয়মিত পরীক্ষা চলছে বলে তিনি জানান৷