নতুন প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। ভগৎ সিং যুব আবাসে কোভিড১৯ পজিটিভ রোগী আসতে শুরু করেছে। শনিবার বিকালে ৬ টা এম্বুলেন্সে করে ২৯ জন কোভিড১৯ রোগী আসে। শুক্রবার সরকার ভগৎ সিং যুব আবাসকে ৩০০ বেডের কোভিড১৯ ট্রিটমেন্ট সেন্টার হিসাবে ঘোষনা করে। জিবির তত্বাবধানে চলবে এটি। জানা গেছে, শুক্রবার যে ৩০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে একজন বাদে ২৯ জনকে ভগৎ সিং কোভিড হাসপাতালে চিকিৎসা করার জন্য আনা হয়েছে। ৩০ জনের মধ্যে ১ জন অসামরিক ট্রাক চালক। রাজ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রবেশের সময় চুরাইবাড়িতে তার সোয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে তার পজিটিভ রিপোর্ট আসে। ইতোমধ্যে তিনি করিমগঞ্জে তার বাড়িতে চলে যান। তার পজিটিভ রিপোর্টের খবর আসামকে জানানো হলে তাকে হেপাজতে নিয়ে যায় সেখানকার প্রশাসন।