নতুন প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ মে৷৷ পুকুরের জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু৷ঘটনা উত্তরের ফুলবাড়ি গ্রামের ১নং ওয়ার্ডে৷ আজ সন্ধ্যা নাগাদ বাড়ির লোকজনদের অদৃশ্যে পুকুরের জলে পড়ে মৃত্যু হয় উসমান আলী (৫)৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের ৫ বছরের পুত্র সন্তান উসমান আলী প্রতিদিনের মত আজও বিকেলবেলা খেলাধুলা করছিল৷
কিন্তু সন্ধ্যে ঘনিয়ে যাবার পর উসমান ঘরে না ফেরাতে তার ঘরের লোকজন বাড়ির আশপাশ খোঁজাখুঁজি করেও তাকে পাননি৷উসমান আলীর পিতা নজরুল ইসলামের প্রেমতলা বাজারের ফলের দোকান থাকাতে বাড়ির লোকজন তাকে ফোন করলে নজরুল ইসলাম বাড়িতে গিয়ে নিজের পুত্র সন্তানের সন্ধানে খুঁজাখুঁজি শুরু করেন৷ অবশেষে বাড়ির পাশের একটি পুকুরের জলে পাঁচ বছরের পুত্রকে ভাসমান অবস্থায় দেখতে পান৷
খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীকে৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে ৫ বছরের শিশু উসমান আলীকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্দ্বীপ দেব উসমান আলীকে মৃত বলে ঘোষণা করেন৷ পাঁচ বছরের ফুটফুটে পুত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়েন উসমান আলীর বাবা-মা ও আত্মীয় পরিজনরা৷ বর্তমানে মৃতদেহটি কদমতলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷
পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷আগামীকাল ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে চুরাইবাড়ি থানার পুলিশ৷তবে পাঁচ বছরের এক ফুটফুটে শিশু জলে পড়ে সলিল সমাধি হওয়াতে গোটা ফুলবাড়ি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷