নতুন অনলাইন ডেস্ক, ৯ মে।। ছত্তীসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য পেল পুলিশ। এনকাউন্টারে খতম হল চার মাওবাদী। সেইসঙ্গে এক পুলিশকর্মীও নিহত হয়েছেন। মাওবাদীদের কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ছত্তীসগড়ের রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। এই লড়াইয়েই চার মাওবাদী খতম হয়। এক সাব-ইনস্পেক্টর নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার জি এন বাঘেল জানিয়েছেন, “মানপুর থানার অন্তর্গত পারধোনি গ্রামে এই এনকাউন্টার হয়। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল সেখানে মাওবাদীদের আসার কথা রয়েছে। সেইমতো আগে থেকেই তৈরি ছিলেন তাঁরা। রাতে মাওবাদীদের একটা দল সেখানে আসতেই শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের এই এনকাউন্টারে চার মাওবাদী খতম হন। তবে মানপুর থানার এক সাব ইনস্পেক্টরও নিহত হয়েছেন এই এনকাউন্টারে।”
বাঘেল আরও জানিয়েছেন, “মাওবাদীদের কাছে একটি একে ৪৭, একটি এসএলআর ও দুটি পয়েন্ট ৩১৫ বোরের বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়াও প্রচুর বোমা ও ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে তাদের কাছে।” ল্যান্ডমাইনগুলি লাগানোর জন্যই মাওবাদীরা সেখানে এসেছিল বলে মনে করা হচ্ছে।
১১ বছর আগে ২০০৯ সালের ১২ জুলাই এই এলাকাতেই মাওবাদীদের হাতে ২৯ পুলিশকর্মী নিহত হয়েছিলেন। তার মধ্যে পুলিশ সুপার ভি কে চৌবেও ছিলেন। পুলিশের কাছে কোনও খবরই ছিল না ওই এলাকায় মাওবাদীরা লুকিয়ে আছে। অতর্কিতে হামলা হয় পুলিশের উপর। তবে এবার পাল্টা দিল পুলিশ। অতর্কিতে হামলা করে চার মাওবাদীকে খতম করল তারা।