নতুন প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। ৭৯টিলায় বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মা। ঘটনার তদন্ত সম্পন্ন করে ৭ দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী।
বিদ্যুৎ নিগমের টেকনিক্যাল ডিরেক্টর বিষয়টি তদন্ত করে দেখছেন বলেও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় এর পরপরই বিদ্যুৎ মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী।
তদন্ত কার্য শেষ হওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত ভাবে বলা যাবে। বিদ্যুৎ মন্ত্রী আশ্বস্ত করেছেন তিনদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। বিপর্যয়ের পর পরই বিদ্যুৎ নিগমের ট্যাকটিক্যাল কর্মকর্তা এবং কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।