জুলাই-শেষের দিকে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে ভারতে, জানাল হু

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ৯ মে।। করোনা থেকে কবে মুক্তি, সেই উত্তরের আশায় বসে আছে আপামর বিশ্ববাসী। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল যে জুলাই মাসের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা টিমের বিশেষ সদস্য ডাঃ ডেভিড ন্যাবারো জানিয়েছেন ভারতে তুলনামূলকভাবে কম সংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে, কারণ ভারত সঠিক সময়ে দেশ লকডাউন কার্যকর করেছে। তবে তিনি আরও জানিয়েছেন ভারত করোনায় আক্রান্ত হওয়ার কারণে জুলাই-শেষের দিকে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে।

তাঁর মতে, জুলাইয়ের শেষে হবে সর্বোচ্চ সংক্রমণ। এরপরই ভারত আসতে আসতে করোনা মুক্ত হবে বা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে। যকণ লকডাউন উঠবে তখন সংক্রমণ বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি।

ডেভিড ন্যাবারো আশ্বাস দিয়ে জানিয়েছেন “মানুষের ভয় পাওয়ার কারণ নেই। আগামী মাসগুলিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে ক্ষেত্রে আরও বাড়বে। তবে ভারত স্থিতিশীল জায়গায় থাকবে।” তিনি আরও জানিয়েছেন, “দেশের যে সমস্ত শহরে করোনার প্রাদুর্ভাব সবথেকে বেশী সেই সমস্ত শহরে লকডাউন সঠিক ভাবে পালন করতে হবে। এইগুলি হল মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি এবং তামিলনাড়ু। এর বেশিভাগই শহরাঞ্চল।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা টিমের বিশেষ সদস্য জানিয়েছেন, ভারতে করোনায় ভাইরাসের মামলার সংখ্যা বেশি তবে দেশের জনসংখ্যার নিরিখে বিবেচনা করা হলে তা খুব বেশি নয়।

তিনি বলেন, “ভাইরাস সংক্রমণকে প্রতিহত করা শক্ত। ভারতে মামলার সংখ্যা অনেক বেশি। তবে ভারতের জনসংখ্যার তুলনায় এটি খুব বেশি সংখ্যক নয়।” ভারতে করোনা সংক্রমণের প্রসঙ্গে তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধদের মৃত্যুর হার বেশি। যেহেতু ভারতের আলাদা বয়সের কাঠামো রয়েছে, তাই দেশে মোট মৃত্যু তুলনামূলকভাবে কম হয়েছে।

তবে শুক্রবার করোনা নিয়ে প্রেস ব্রিফিংয়ের সময় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগারওয়াল জানিয়েছেন এখন থেকে, “ভাইরাসকে সঙ্গে নিয়েই আমাদের বেঁচে থাকা শিখতে হবে।” যত যাইহোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে লকডাউন তুলে দেওয়া হলেই ভারতে সংক্রমণের হার এবং মৃত্যুর হার বৃদ্ধি পাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?