দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এলো দুই ছাত্রী, উপমুখ্যমন্ত্রীকে দিল সামগ্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। ছাত্রজীবনের জমানো টাকা দিয়ে রাজ্যের দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেছে আগরতলা হলিক্রস সুকলের নমব শ্রেণীর ছাত্রী মনজিষ্ঠা গোস্বামী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুুপর্বা গোস্বামী৷ রাজধানীর বনমালীপুরের কালী প্রসন্ন সরণির বাসিন্দা গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনীয়ার সুুরক্তিম গোস্বামীর দুই মেয়ে হলিক্রস সুকলের ছাত্রী মনজিষ্ঠা গোস্বামী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুুপর্বা গোস্বামী দরিদ্র ৮০ পরিবারের জন্য ৮০ ব্যাগ খাদ্য সামগ্রী প্রদান করেন৷ শুক্রবার সকালে দুই ছাত্রী রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা হাতে ৮০ পরিবারের জন্য ৮০ ব্যাগ খাদ্য সামগ্রী তুলে দেয়৷ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, সয়াবিন ইত্যাদি৷

উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাংবাদিকদের প্রশের উত্তরে দুই ছাত্রী সুুপর্বা গোস্বামী ও মনজিষ্ঠা গোস্বামী জানায়, টিফিনসহ বিভিন্ন কাজের জন্য বাবা মার কাছ থেকে পাওয়া টাকা তারা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে ছিলেন৷ বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দেশে চলা লকডাউনের কারণে বর্তমানে অনেক পরিবারের রুজি রোজগারের সমস্যার সৃষ্টি হয়েছে৷ সে সময় তাদের পাশে দাঁড়ানো কর্তব্য ভেবে তারা নিজেদের জমানো টাকায় এই খাদ্য সামগ্রী দরিদ্র মানুষের জন্য প্রদান করেছে৷ এদিকে দুই ছাত্রীর এ ধরণের সেবামূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

শ্রী দেববর্মা বলেন, ছাত্র অবস্থায় তাদের এ ধরণের মানব সেবামূলক চিন্তা ভাবনা নিশ্চিতভাবে বলা যায় ভবিষ্যতে তারা দেশের সুুনাগরিক হিসাবে গড়ে উঠবে৷ এ ধরণের সমাজ সেবামূলক চিন্তা ভাবনা ও কাজের জন্য উপমুখ্যমন্ত্রী দুই ছাত্রী সুুপর্র্ব গোস্বামী ও মনজিষ্ঠা গোস্বামীকে ধন্যবাদ জানান৷ খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে ছাত্রীদের পিতা সুুরক্তিম গোস্বামীও উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?