নতুন প্রতিনিধি, বিশালগড়, ২৭ এপ্রিল।। পঞ্চাশোর্ধ এক মহিলার বিবস্ত্র পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বিশালগড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই বিধবাকে হত্যা করে মৃতদেহ পরিত্যক্ত কুয়াতে ফেলে দেয়া হয় বলে অভিযোগ। এই নৃশংস হত্যাকান্ডে জড়িত সন্দেহে এলাকার লোকজন দুই যুবককে আটক করে পিটিয়ে তক্তা করে দিয়েছে। পরে তাদের পুলিশ হেপাজতে নেয়। ঘটনাটি ঘটেছে বিশালগড়ের এসডিএম অফিসের কাছে।
সোমবার মৃতদেহ আবিষ্কার হয় পচা গন্ধের মাধ্যমে। প্রাথমিকভাবে এলাকাবাসীর দাবি চারদিন ধরে ওই মহিলাকে দেখা যাচ্ছিল না। আশঙ্কা করা হচ্ছে মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে এবং স্বর্ণালংকার লুট করা হয়েছে।
এসডিএম অফিসের পাশেই কৃষ্ণা দাসের বাড়ি। স্বামী প্রয়াত হয়েছেন। একমাত্র ছেলের হদিশ নেই। একাই থাকতেন ওই বিধবা। মোটামুটি সচ্ছল অবস্থা। গত কদিন ধরে ওই মহিলাকে দেখা যাচ্ছিল না। প্রতিবেশীরা ভাবছিল লকডাউনে বোধহয় ঘরে বাইরে তেমন আসাযাওয়া করছেন না। সোমবার সকালে এলাকার লোকজন পচা গন্ধ পাচ্ছিলেন। উৎস খুঁজতে গেলে কুয়ায় নজর পড়ে। দেখা যায় এক মহিলার বিবস্ত্র মৃতদেহ জলে ভেসে আছে উপুর হয়ে।
সাথে সাথেই খবর দেয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ কুয়া থেকে তুলে আনে। মৃতদেহ সনাক্ত হয় এলাকার কৃষ্ণা দাসের বলে। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানেই উপস্থিত জনতা দুই যুবকের গতিবিধিতে সন্দেহ প্রকাশ করে এবং তাদের আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। তারা এই খুনের সাথে এলাকার লোকজন অভিযোগ করেছেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ এলাকার লোকজনের অভিযোগ খতিয়ে দেখছে।