নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিলঃ এখন থেকে বাজারে মাস্ক পরে না গেলে সব্জিও মিলবে না। মহারাজগঞ্জ বাজার সব্জি ব্যবসায়ী সমিতি আজ আই সিদ্ধান্ত নিয়েছে। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক।
ইতিপূর্বে মাস্ক ছাড়া পেট্রোল-ডিজেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোল পাম্প ডিলাররা। এখন বাজারেও মাস্ক ছাড়া সব্জি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-বিষয়ে সব্জি ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, করোনা মোকাবিলায় মাস্ক এবং সামাজিক দুরত্বের বিকল্প নেই। তাই, সকলেই মাস্ক পরে আসবেন এবং বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখবেন এই প্রত্যাশা করি। তিনি বলেন, বাজারে আমরা প্রত্যেকেই সামাজিক দুরত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছি। তাছাড়া, আজ থেকে প্রত্যেক সব্জি বিক্রেতাও বাজারে মাস্ক পরে ব্যবসা করছেন।
জনৈক সব্জি ব্যবসায়ী এদিন বলেন, বাজারে প্রত্যেক ক্রেতাই মাস্ক পরে আসছেন। তার মধ্যেও কয়েকজন ব্যতিক্রমী ক্রেতা রয়েছেন। তাই, মাস্ক পরে না আসলে সব্জি বিক্রি করা হবে না, এমন নোটিশ টাঙানো হয়েছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলের সমানভাবে দায়িত্ব পালন করতে হবে।