নতুন অনলাইন ডেস্ক, ১৪ এপ্রিল: এক দশক আগে এভাবেই মহামারীর আকার ধারণ করেছিল সোয়াইন ফ্লু। বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল সেবারও। কিন্তু তার থেকে এবারের মহামারীর আকার অনেকটাই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে সোয়াইন ফ্লু-র থেকেও ১০ গুণ মারাত্মক এই করোনা ভাইরাস।
২০০৯-এর জানুয়ারি থেকে ২০১০-এর অগস্ট পর্যন্ত তাণ্ডব চালিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১.৬ মিলিয়ন মানুষ। মৃত্যু হয়েছিল ১৮,৪৪৯ জনের।
‘হু’ -এর উচ্চপদস্থ আধিকারিক টেড্রোস আধানম ঘেব্রেসাস জানিয়েছেন, সোয়াইন ফ্লু-র থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। তিনি বলেন, ‘আমরা জানি করোনা ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি মারাত্মক। নার্সিং হোমের মত জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।
তিনি আরও জানান, অনেক দেশে প্রত্যেক ৩-৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তাই এখনও সতর্কতা কমানোর সময় আসেনি।
এদিকে রাশিয়ায় এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল আক্রান্তের সংখ্যা। ভ্লাদিমির পুতিনের দেশে সোমবার এই নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৫৫৮ জন। ওই দেশে প্রথম এত সংখ্যক আক্রান্ত হতে দেখা গেল। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮,৬২৮। এখনও পর্যন্ত এই দেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
যদিও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়া আক্রান্তের সংখ্যা এখনো অনেকটাই কম। রাশিয়ার আক্রান্তের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেক দেশ। বিশেষজ্ঞদের মতে রাশিয়ায় সেভাবে টেস্টিং হচ্ছে না বলেই আক্রান্তের সংখ্যা ধরা পড়ছে না। আক্রান্তের সংখ্যা আসলে অনেক বেশি বলে মনে করছেন তাঁরা।