ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাস দেন সোনিয়া

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ এপ্রিল: মারণ ভাইরাস ফেরাল সৌজন্যের রাজনীতি। করোনা মোকাবিলায় একজোটে লড়াইয়ের বার্তা দিয়ে মঙ্গলবারই টুইট করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভয়াল ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন সোনিয়া।

কংগ্রেস সভানেত্রীর এই ভিডিওবার্তার পরেই তাঁকে পাল্টা টুইটে ধন্যবাদ জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোনিয়াকে তাঁর স্বাস্থ্যের খেয়াল রাখতেও অনুরোধ করেছেন তিনি।

দেশজুড়ে ক্রমেই বাড়ছে মারণ করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবারই গোটা দেশে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, এদিনই করোনা মোকাবিলায় একজোটে লড়াইয়ের বার্তা দিয়ে একটি ভিডিও টুইট করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

কেন্দ্রকে মারণ এই ভাইরাসের মোকাবিলায় তাঁর দলের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেন সোনিয়া। টুইটে সোনিয়া গান্ধী বলেন, ‘সবাই এগিয়ে না আসলে করোনার বিরুদ্ধে যুদ্ধজয় সম্ভব নয়’। লকডাউনের এই সময়ে দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন তিনি।

এর আগেও করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন সোনিয়া। মঙ্গলবার ফের একই আশ্বাস দিয়ে ভিডিও টুইট কংগ্রেস সভানেত্রীর। ভিডিওবার্তায় সোনিয়া এদিন আরও জানান, যে রাজ্যগুলিতে বর্তমানে তাঁর দল ক্ষমতায় নেই, সেখানেও করোনা মোকাবিলায় প্রশাসনকে সব রকম সাহায্য করবেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেস সভানেত্রীর এই ভিডিওবার্তার পরেই তাঁকে পাল্টা টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোনিয়াকে ধন্যবাদ জানিয়ে নাড্ডা টুইটে বলেন, ‘ধন্যবাদ সোনিয়াজি। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন।’

দেশে ক্রমেই বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় মঙ্গলবারই দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০,৩৬৩। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩২৪। ১০৩৬ জন করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?