করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাচ্ছে না রাশিয়াও, দেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের

নতুন অনলাইন ডেস্ক, ১৪ এপ্রিল: করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাচ্ছে না কোনও দেশই। রাশিয়ায় আগেই এই সংক্রমণ ধরা পড়েছিল। তবে এবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল আক্রান্তের সংখ্যা।

ভ্লাদিমির পুতিনের দেশে সোমবার এই নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৫৫৮ জন। ওই দেশে প্রথম এত সংখ্যক আক্রান্ত হতে দেখা গেল। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৮,৬২৮। এখনও পর্যন্ত এই দেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

যদিও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রাশিয়া আক্রান্তের সংখ্যা এখনো অনেকটাই কম। রাশিয়ার আক্রান্তের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেক দেশ। বিশেষজ্ঞদের মতে রাশিয়ায় সেভাবে টেস্টিং হচ্ছে না বলেই আক্রান্তের সংখ্যা ধরা পড়ছে না। আক্রান্তের সংখ্যা আসলে অনেক বেশি বলে মনে করছেন তাঁরা।

রাশিয়ায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই রাজধানী মস্কোর বাসিন্দা। ৩০ মার্চ থেকে মস্কোর ১২ মিলিয়ন বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।

এদিকে, করোনা আতঙ্কে মার্কিন মুলুক থরহরি কম্পমান। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় ফের মৃত্যু হল ১৫১৪ জনের, জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী একথা জানা যাচ্ছে।

পরিসংখ্যান জানাচ্ছে, ইতিমধ্যে মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ২২ হাজার ২১ জনের। সেরে উঠেছে ৩২ হাজার ৯০৪ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫৮ হাজার ৭৬৮ জন।

রবিবার সকাল অবধি মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৬ হাজার ৮ জন। মৃতের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। কিন্তু গত ২৪ ঘন্টায় পর পর লাফিয়ে বেড়েছে সংখ্যা।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া মার্কিন অর্থনীতি কবে আবার চালু করা হবে সে বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া কঠিন।

অন্যদিকে মার্কিন মুলুকে করোনার জেরে কমপক্ষে ৪০ জন প্রবাসী ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জন মানুষ। যে ৪০ প্রবাসী ভারতীয়রা মার্কিন মুলুকে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জন কেরল, ১০ জন গুজরাত, ৪ জন পঞ্জাব, ২ জন অন্ধ্রপ্রদেশ এবং ১ জন ওড়িশার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বেশি অংশই প্রাপ্ত বয়স্ক বলে জানা যাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?