৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল, ২১ দিনের লকডাউন শেষে এই ঘোষণা করলেন মোদী

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ এপ্রিল: ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল। ২১ দিনের লকডাউন শেষে এই ঘোষণা করলেন মোদী। মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একথা জানালেন প্রধানমন্ত্রী।

জানালেন সব রাজ্যই চেয়েছে লকডাউন বাড়ানো হোক। তাই করোনা মোকাবিলায় লকডাউ্নের কড়া নিয়ম মানতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।

২০ এপ্রিলের পর কিছু কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল হবে বলে জানিয়েছেন তিনি। যদি নতুন কোনও হটস্পট তৈরি না হয়, সেক্ষেত্রে এইভাবে নিয়ম শিথিল করা হবে। তারপরও অবশ্য নিয়ম মানতে হবে বলে জানিয়েছেন তিনি।

২০ এপ্রিলের পর নিয়ম শিথিল হবে অর্থনীতির কথা মাথায় রেখে। মোদী জানিয়েছেন, বুধবার এই ব্যাপারে গাইডলাইন জানিয়ে দেওয়া হবে। দিন আনা দিন খাওয়া মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে বারবার মনে করিয়ে দিয়েছেন, নিয়ম মানতেই হবে।

এদিন তিনি আরও বলেন, ”অন্যান্য দেশের সঙ্গে সঙ্কটের সময় তুলনা করা উচিৎ নয়। তবু কিছু সত্যিকে অস্বীকার করা যায় না। অনেক দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভারত যদি ঠিক সময় ব্যবস্থা না নিত, তাহলে আজ ভারতের কী অবস্থা হত, সেটা ভেবেই আমি শিউরে উঠি।”

প্রধানমন্ত্রীর কথায়, ”ভারত সমস্যা বাড়ার জন্য অপেক্ষা করেনি, বরং আগে থেকেই সমস্যা দূর করার চেষ্টা করেছে”। মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী, দেশে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ এ। করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

পরিসংখ্যান জানাচ্ছে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। ১৪ ঘন্টায় নতুন করে ১২১১ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, সরকারি ভাবে এই তথ্য জানানো হয়েছে।

দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৬৩ জন। এর মধ্যে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। ১০৩৫ জন হয় সেরে উঠেছেন, নাহলে অন্য জায়গায় চলে গিয়েছেন। যার জেরে দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮৮ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?