বিমান চালানোর ঘোষণা করল ইন্ডিগো, ৪ মে থেকে বুকিং নেবে তারা

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৪ এপ্রিল: আরও ১৯দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ মে পর্যন্ত গোটা দেশে লকডাউন জারি থাকবে বলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এহেন ঘোষণার পরেই বিমান চালানোর ঘোষণা করল ইন্ডিগো। প্রথম দফায় কয়েকটি রাজ্যের মধ্যে ফের বিমান পরিষেবা চালাবে বলে জানিয়েছে সংস্থা।

ওই সংস্থা জানিয়েছে যে ৪ মে থেকে বিমানের বুকিং নেবে তারা। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রাথমিকভাবে কিছু বিমান চালু করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। আগামী কয়েক মাস কিভাবে সংখ্যায় অল্প বিমান চালানো হবে।

ইন্ডিগো এয়ারলাইনস এর সিইও রনজয় দত্ত জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কয়েকটি করিডোরে বিমান চালানো হবে ৪ মে থেকে। প্রাথমিকভাবে দেশের মধ্যে বিমান চালানো হবে। পরে আস্তে আস্তে আন্তর্জাতিক রুটে বিমান চালানো শুরু হবে। তিনি আরও জানান যে যাত্রীদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ায় সংস্থার মূল লক্ষ্য। সোশ্যাল ডিস্ট্যান্স মেনে এবং পরিচ্ছন্নতা বজায় রেখে বিমান চালানোর জন্য সব রকমের চেষ্টা করছে এই সংস্থা।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন। দেশ জুড়ে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ার কারণে প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন বাড়তে চলছে লকডাউনের মেয়াদ। এও জানানো হয়েছিল ট্রেন পরিষেবা এবং বিমান পরিষেবাও বন্ধ থাকবে ততদিন। তবে ছাড় থাকবে অত্যাবশ্যকীয় পণ্যর ক্ষেত্রে।

বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের বিমান পরিষেবা। যাতে কোন রকম ঝুকি না থাকে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে একাধিক এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছিল৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। আর যে সকল যাত্রীরা টিকিট কেটেছিলেন তাদের বুকিং বাতিল করা হয়েছিল। তবে জানানো হয়েছিল যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়টি খেয়াল রাখা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?