নতুন অনলাইন ডেস্ক, ১৪ এপ্রিল: মার্কিন মুলুক কি উজাড় হয়ে যেতে চলেছে করোনার জেরে। কমার কোনও লক্ষণই এখনও চোখে পড়ছে না। সোমবারও করোনায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১৫০৯ জনের। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে।
আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার। এর মধ্যে ৪৩ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে উঠলেও মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬০৪ জনের। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে এই মৃত্যু।
আমেরিকার শুধু নিউইয়র্কেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৩১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ২৪৪৩ জনের। মিচিগানে মৃত্যু হয়েছে ১৪৮৭ জনের। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০-এর কম।
এর আগে রবিবার আমেরিকায় ফের মৃত্যু হয়েছিল ১৫১৪ জনের। অর্থাৎ সংখ্যার বিচারে প্রায় একই হারে বেড়ে চলেছে মৃত্যু কমার লক্ষণ মাত্র নেই।
অন্যদিকে মার্কিন মুলুকে করোনার জেরে কমপক্ষে ৪০ জন প্রবাসী ভারতীয়র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জন মানুষ। যে ৪০ প্রবাসী ভারতীয়রা মার্কিন মুলুকে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জন কেরল, ১০ জন গুজরাত, ৪ জন পঞ্জাব, ২ জন অন্ধ্রপ্রদেশ এবং ১ জন ওড়িশার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বেশি অংশই প্রাপ্ত বয়স্ক বলে জানা যাচ্ছে।
সূত্র মারফত খবর শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৫ জন প্রবাসী ভারতীয়ের। এই শহরে বেশ কয়েজন ভারতীয় ট্যাক্সি চালক আক্রান্ত হয়েছে বলে খবর রয়েছে।
জানা যাচ্ছে, নিউ জার্সি শহরে প্রায় ৪০০ ভারতীয় এই মারণ রোগের শিকার হয়েছেন। নিউইয়র্কে সংখ্যাটা ১০০০ জন। সব মিলিয়ে মৃত্যুপুরী মার্কিন মুলুকে করোনায় কাঁপছে ভারতীয়রাও।