নতুন প্রতিনিধি, নয়াদিল্লী, ১০ এপ্রিল : হাতে-ভাতে দু দিকেই সকলকে মারবে করোনা এমনটাই মত দিচ্ছে বিভিন্ন মহল। বিশ্বজুড়ে করোনার এই বারবাড়ন্তের ফল হবে সুদূরপ্রসারী। অদৃশ্য শত্রু করোনা বিশ্বজুড়ে প্রাণ কেড়েছে বহু মানুষের সেই সঙ্গে ভেঙ্গে দিয়েছে বিশ্বের অর্থনীতির কোমরও। করোনা রুখতে বিশ্বজোড়া লকডাউন একধাক্কায় দারিদ্র্যের বাড়িয়ে দেবে বহু গুণ এমনটাই সতর্কবার্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে। এমনকি গা শিউরে ওঠার মতো রিপোর্ট প্রকাশ করছে Oxfam-এর সমীক্ষা।
Oxfam-এর সীমক্ষার রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে করোনা ভাইরাস বিশ্বের ৫০ কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে। করোনার প্রভাবে বিশ্বে ১২০ কোটি মানুষের গরীবি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সমগ্র বিশ্বে ৪৩.৪ কোটি মানুষ নতুন করে দারিদ্র্যের কালো অন্ধকারে ডুবে যাবে এবং ৫০ কোটি মানুষ চরম আর্থিক সংকটে পড়বে। Oxfam-এর সীমক্ষা আরও জানাচ্ছে যে ১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়তে পারে শুধু মাত্র করোনার মারণ ছোবলের কারণে।
শুধু Oxfam নয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির তরফে ক্রিস্টোফার আশঙ্কা প্রকাশ করে বলেছে, ‘স্বাস্থ্য সংকটের থেকেও আরও গুরুতর হতে চলেছে অর্থনৈতিক সংকট।’ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে রাষ্ট্রপুঞ্জ ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করার যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তাতে খুব জোরে বড় ধাক্কা খাবে। পিছিয়ে পড়বে অনেকটাই। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৪০-৬০ কোটি মানুষ দারিদ্র্যের কালো অন্ধকারে ডুবে যাবে যেখান থেকে ওঠা প্রায় অসম্ভব।
সমস্ত জায়গার সমীক্ষা বলছে নতুন করে দারিদ্র্যের পরিমাণ বৃদ্ধি পাবে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সেই সঙ্গে দারিদ্র্যের ছায়া পড়বে সাব-সাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মানুষের উপর। করোনা ইতিমধ্যেই বিশ্বে প্রাণ নিয়েছে এক লক্ষের কাছাকাছি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ। করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে বিশ্ব আজ থমকে গিয়েছে।