নতুন প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ।। অত্যন্ত জরুরি সামগ্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান আজ আগরতলায় এসেছে। তাতে, অধিকাংশই চিকিৎসা সংক্রান্ত সামগ্রী রয়েছে। ৭৭টি কার্টুনে ৪৫৭ কেজি সামগ্রী এসে পৌছেছে। করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে ওই সামগ্রী আনল ত্রিপুরা সরকার। করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে লকডাউন চলছে। স্বাভাবিকভাবেই পরিবহন ব্যবস্থা আপাতত স্থগিত রাখা হয়েছে। অবশ্য, পণ্য পরিবহনে ছাড় দিয়েছে ভারত সরকার। বর্তমানে করোনা ভাইরাস চিকিৎসায় বিভিন্ন চিকিৎসা সামগ্রী মজুত রাখা খুবই জরুরি হয়ে উঠেছে। ত্রিপুরায় করোনা ভাইরাস চিকিৎসায় কিছু জরুরি সামগ্রীর কিছুটা ঘাটতি রয়েছে। তাই, আগাম প্রস্তুতি হিসেবে জরুরি ভিত্তিতে কার্গো বিমানে করে ওই সমস্ত সামগ্রী মজুত করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। আজ এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান দুপুর ১টা ৪০ মিনিটে আগরতলায় এমবিবি বিমান বন্দরে অবতরণ করে। ওই বিমানে ৭৭টি কার্টুনে বিভিন্ন অতি প্রয়োজনীয় ৪৫৭ কেজি সামগ্রী এসেছে। ওই বিমান কলকাতা থেকে সামগ্রী নিয়ে আগরতলায় এসেছে। পুনরায় কলকাতা ফিরে গেছে। বিমান বন্দর সূত্রে জানা গেছে, চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী কলকাতা থেকে আনা হয়েছে। ত্রিপুরা সরকার করোনা ভাইরাস মোকাবিলায় নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই ওই উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে বিমান বন্দরের এয়ার ট্রাফিক কণ্ট্রোলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কার্গো বিমান আসার জন্য তারা পরিষেবা জারি রেখেছে।