নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রুখতে প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ কোনভাবেই কৃত্তিম সঙ্কট তৈরি করা যাবে না৷ সদর এসডিএম রবিবার জনতা কার্ফুর দিনেই মহারাজ বাজারে ত্রিপুরা হোলসেল গ্লোসারী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য ভবনে এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷ সদর এসডিএম অসীম সাহা ত্রিপুরা হোলসেল গ্লোসারী মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যান, কৃত্তিম সঙ্কট সৃষ্টি করে দ্রব্যমূল্যের অধিক মূল্য নিতে দেওয়া হবে না৷ অ্যাসোসিয়েশন কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন দ্রব্যমূল্যের কোন ধরনের মূল্যবৃদ্ধি ঘটেনি৷ পর্যাপ্ত মজুতও রয়েছে৷ নির্ধারিত মূল্যেই তারা সামগ্রী বিক্রি করছেন৷ এ ধরনের প্রয়াস জারি থাকবে বলে তারা জানান৷ এসডিএম ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোথাও অধিক মূল্য আদায়ের খবর পেলে এবং সত্যতা মিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এমনকি দোকান সিল করে দেওয়া হবে৷ এসডিএম জানান, প্রশাসনের কাছে খবর রয়েছে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিষের সঙ্কট দেখা দিয়েছে৷ ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করছে৷ এসডিএম জানান, পাইকারী দোকানদাররা অধিক মূল্য নিচ্ছে না৷ কিছু কিছু খুচরো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায় করছে বলে খবর রয়েছে৷ তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসডিএম৷ ব্যবসায়ীদের তরফে এই সঙ্কটময় মুহূর্তে ক্রেতাদের কাছ থেকে কোনভাবেই অধিক মূল্য আদায় করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ জনগণকে নিত্যদ্রব্য নিয়ে চিন্তিত না হতেও আহ্বান জানানো হয়েছে৷