করোনা : গণপরিবহন ব্যবস্থা প্রভাবিত হবে পার্বতী ত্রিপুরাতে

নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তোলপাড়৷ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ এই পরিস্থিতিতে পার্বতী রাজ্য ত্রিপুরাও শঙ্কিত৷ পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ তারপরও দেখা যাচ্ছে সংশয় সন্দেহ৷ দেশের অন্যান্য রাজ্যের সাথে সংগতি রেখে এরাজ্যেও সরকার লক আউট করার পথে এগুতে চাইছে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ এই ব্যাপারে আগামীকাল মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে৷ অনুমান করা হচ্ছে রাজ্য সরকার ত্রিপুরাকে লক আউট করার পথেই এগুতে পারে৷এদিকে, আন্তঃরাজ্য বাস পরিবহণ ২৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে৷ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে এই আদেশ কার্যকর হবে৷ করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, আগরতলা এবং ধর্মনগর থেকে গুয়াহাটি এবং শিলচর বাস পরিবহণ স্থগিত থাকবে৷করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমেই বেড়ে চলেছে৷ স্বাভাবিকভাবে সতর্কতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ আজ কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সাথে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন৷ ওই বৈঠকে আন্তঃরাজ্য বাস পরিবহণ ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷সে মোতাবেক ত্রিপুরা সরকার আজ সন্ধ্যা থেকে আন্তঃরাজ্য বাস পরিবহণ স্থগিত ঘোষণা করেছে৷ ২৫ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব এইচ ডার্লংঊ তিনি বলেন, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সাথে রাজ্যগুলির বৈঠকে ৩১ মার্চ পর্যন্ত আন্তঃরাজ্য বাস পরিবহণ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্ত, আপাতত আমরা ২৫ মার্চ পর্যন্ত বাস পরিবহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ তিনি বলেন, আগরতলা থেকে গুয়াহাটি এবং শিলচর সরাসরি বাস পরিবহণ চালু রয়েছে৷ আগরতলার চন্দ্রপুর এবং ধর্মনগর থেকে ওই স্থানগুলিতে বাস চলাচল করে প্রতিদিন৷ আজ সন্ধ্যা ছয়টা থেকে ২৫ মার্চ পর্যন্ত ওই বাস পরিবহণ স্থগিত থাকবে৷ তাঁর কথায়, পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে৷করোনা ভাইরাস সতর্কতায় রেলের যাত্রী পরিষেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে৷ ফলে, দূরপাল্লা এবং লোকাল ট্রেন চলবে না৷ স্বাভাবিকভাবে, রেল যাত্রীরা সমস্যায় পড়বেন৷ কিন্ত এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না৷ অবশ্য সারা দেশেই রেলের যাত্রী পরিষেবা স্থগিত করা হয়েছে৷ শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে৷রবিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সাথে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন৷ বৈঠকে রেলের যাত্রী পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সে মোতাবেক ত্রিপুরায়ও এই সিদ্ধান্ত কার্যকর হবে৷এ-বিষয়ে আগরতলা রেল স্টেশন মেনেজার জানিয়েছেন, আজ জনতা কার্ফু-র জন্য সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল৷ আগামীকাল থেকেও যাত্রী রেল পরিষেবা স্থগিত থাকবে৷ তিনি বলেন, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি সমস্ত লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছেঊ তবে পণ্য পরিবহণে ট্রেন চালু থাকবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?