নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় সরকারকে সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারী কর্মচারী ব্যাতীত অন্যান্য রেশনকার্ডধারী পরিবারগুলিকে একমাসের রেশন বিনামূল্যে সরবরাহ করার দাবি জানিয়েছে সিপিআইএম৷ পাশাপাশি দিনমজুর ও শ্রমিকদের এক কালীন ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার জন্যও দাবি জানানো হয়৷ রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক গৌতম দাস এই দাবি জানিয়েছেন৷ সিপিআইএম’র পক্ষ থেকে করোনা ভাইরাস রোধে গোটা দেশে গণসংহতি দিবস হিসেবে পালন করা হয়৷ জনগণকে সচেতন করার জন্য সিপিআইএম দুটি প্রচারপত্র প্রকাশ করেছে৷ প্রতিটি বাড়িবাড়ি পৌঁছে দেবেন পার্টি কর্মীরা৷ সরকারী তরফে কোন কর্মসূচী নেওয়া হয়নি বলে অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস৷ রাজ্যের জনগণকে একমাস বিনামূল্যে রেশন সরবরাহের দাবি৷ শ্রমজীবী, নির্মান শ্রমিক, কৃষি শ্রমিকদের প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদানের দাবি৷ কর্মহীন মানুষের বেঁচে থাকার তাগিদে সরকারকে এসব ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে৷ রাজ্য ও জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে কোয়ারে- ন্টাইনের এবং আইসোলেশনের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়৷ প্রাথমিক পরীক্ষার জন্য যাবতীয় কীটস দ্রুত সরবরাহেরও দাবি জানানো হয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনগণকে সচেতন করতে দলের পক্ষ থেকে যেসব প্রচার পত্র ছাপানো হয়েছে সেগুলো দলীয় কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷