নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে জনতা কার্ফু সারা দেশের সাথে ত্রিপুরাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন৷ দেশ যে অগ্ণিপরীক্ষা দিয়েছে তাতে সফলতা মিলেছে৷ জনতা কার্ফু পালন করে ত্রিপুরাবাসী ইতিহাস সৃষ্টি করেছেন৷ তাই ত্রিপুরার সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি তিনি আগামীকালও ত্রিপুরাবাসীকে নিজেদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন৷ সাথে তিনি সীমান্ত এলাকায় বসবাসকারীদের কোনও বাংলাদেশি নাগরিককে চিকিৎসার জন্য ত্রিপুরায় প্রবেশে সাহায্য না করার অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, বিপিএল-দের রেশন সামগ্রী আগামী কিছুদিনের জন্য অতিরিক্ত প্রদানে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে আজ সারা দেশের সাথে ত্রিপুরায়ও জনতা কার্ফু পালন করা হয়েছে৷ স্বতঃস্ফূর্তভাবে সকলে ওই আহ্বানে সাড়া দিয়েছেন৷ বিকেল পাঁচটায় শাঁখ বাজিয়ে এবং উলুধবনি দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় যাঁরা নিরলস পরিশ্রম করছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিকও ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন৷ আজ সারা ত্রিপুরা রীতিমতো স্তব্ধ ছিল৷ দোকান-পাট খুলেনি, যানবাহন রাস্তায় বের হয়নি৷ সাধারণ মানুষ বাড়িঘরেই ছিলেন৷ ফলে রাস্তাঘাট, জাতীয় সড়ক শুনশান ছিল৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নিজের সরকারি আবাসনে বসেই কাজ করেছেন৷ সন্ধ্যায় তিনি জনতা কার্ফু-এ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি তিনি আগামীকালও সকলকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন৷ তাঁর আবেদন, আগামীকাল গণ পরিবহণ বর্জন করুন, বাড়িতে থাকুন৷ তাঁর কথায়, করোনা ভাইরাসে সতর্কতা সবচেয়ে জরুরি৷ তাই, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন৷ এদিন তিনি আশ্বস্ত করেন, গরিব মানুষ এই করোনা ভাইরাসের জেরে দারুণ ক্ষতিগ্রস্ত হবেন৷ তাই, বিপিএল পরিবারগুলিকে আগামী কয়েক দিনের রেশন সামগ্রী অতিরিক্ত প্রদানে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে৷ এদিন মুখ্যমন্ত্রী আবেদন জানান, সীমান্তবর্তী নাগরিকরা চিকিৎসার জন্য কোনও বাংলাদেশি নাগরিককে ত্রিপুরায় প্রবেশে সাহায্য করবেন না৷ এতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে৷ তাঁর কথায়, বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঠিকই, কিন্ত করোনা ভাইরাস নিয়ে প্রথমে নিজে সুরক্ষিত থাকতে হবে৷ তাঁর অনুরোধ, চিকিৎসার জন্য কোনও বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় প্রবেশ করেছেন এমন খবর বিএসএফ এবং ত্রিপুরা পুলিশকে অবশ্যই জানাবেন৷