নতুন অনলাইন ডেস্ক, ২২ মার্চ : মহামারী করোনার থাবায় জেরবার সারা বিশ্ব | এই পরিস্থিতিতে ভারতের মত মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কালোবাজারি শুরু হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশেও | দেশের এই পরিস্থিতি নিয়ে কার্যত ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেটার রুবেল হোসেন। ফেসবুকে দীর্ঘ পোস্টে মাস্ক ও স্যানিটাইজার নিয়ে কৃত্রিমভাবে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ‘বীর মুক্তিযোদ্ধারা কী এই বিপর্যয় দেখার জন্যই স্বাধীনতা এনেছিলেন’, প্রশ্ন রুবেলের। যারা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্কট তৈরি করে দাম বাড়াচ্ছেন, যারা মাস্ক ও স্যানিটাইজারের কৃত্রিম আকাল তৈরি করছেন, তাদের করোনা ভাইরাস বলে তীব্র আক্রমণ করেছেন তিনি।উল্লেখ্য, বাংলাদেশে এখন মাস্ক ও স্যানিটাইজারের আকাল। যদিও বা কোথাও পাওয়া যাচ্ছে, সেখানে ৫ টাকার মাস্ক বিকোচ্ছে ৫০ টাকায়। ২০ টাকার মাস্কের দাম কোথাও ১০০, আবার কোথাও ১৫০ টাকা।