নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২২ মার্চ।।তাঁর আহ্বানে সারা দেওয়ায় দেশেবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, এটা ধন্যবাদেরআওয়াজ। করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে জয়ের সূচনা।রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা থেকে রাত পর্যন্ত সারাদেশে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাঁর আহ্বানে আজ জনতা কার্ফু সর্বাত্মক চেহারা নিয়েছে সারা দেশে। আবদেন জানিয়েছিলেন, করোনার বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়ছেন তাঁদের ধন্যবাদ জানানোর জন্য বিকেলবেলা পাঁচটা থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত ‘তালি, থালি, ঘন্টি’বাজিয়ে ধন্যবাদ জানাতে। এদিন বিকেল পাঁচটা বাজতে না বাজতেই ভারতের পাহাড় থেকে সাগর পর্যন্ত জরুরি পরিষেবার কর্মীদের ধন্যবাদ জানাতে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন কোটি কোটি মানুষ।তারপরই দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, এটা ধন্যবাদেরআওয়াজ। করোনার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে জয়ের সূচনা।