জনতা কার্ফু’র দুর্দান্ত প্রভাব ডিমা হাসাও জেলায়, জনশূন্য হয়ে পড়ে বিভিন্ন অঞ্চল

নতুন অনলাইন ডেস্ক, ২২ মার্চ : ভারতে দ্রুত বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয় জনের। যার দরুন এখন করোনা ভাইরাসের আতঙ্ক সর্বত্র। ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত হারে বাড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রক করোনা ঠেকাতে ভারতে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সব কয়টি রেল স্টেশন শাটডাউন করা হয়েছে।করোনা ভাইরাস ঠেকাতে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনতা কার্ফুর আহ্বান জানিয়েছিলেন তা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এ থেকে বাদ যায়নি ডিমা হাসাও জেলা। শনিবার সন্ধ্যা থেকেই লকডাউন হতে থাকে হাফলং শহরের বাজার, দোকান পাট। শনিবার রাত ৯ টার পর থেকে হাফলং শহর সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। নরেন্দ্র মোদী আহূত জনতা কার্ফুর ফলে রবিবার ডিমা হাসাও জেলার বিভিন্ন অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। পাহাড়ি জেলা সদর হাফলং সহ মাহুর, মাইবাং, উমরাংসো, হারাঙ্গাজাও ইত্যাদি বিভিন্ন অঞ্চলের বাজার-হাট দোকান-পাট লকডাউন হয়ে যায়। এমন-কি কোনও যানবাহনও চলাচল করেনি।সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ মানুষ নিজেকে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন। এদিকে করোনা ভাইরাস ঠেকাতে রবিবার থেকে ভারতীয় রেল কর্তৃপক্ষ দেশে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন, এক্সপ্রেস, দূরপাল্লার ট্রেন, মেট্রো রেল, ইন্টারসিটির মতো ট্রেন সব বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে সরকারি সব নিয়ম প্রত্যেক নাগরিককে মেনে চলার আহ্বান জানিয়েছে ডিমা হাসাও জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?